About Lesson
মিঞাবাড়ির ঘাটে একটা ডিঙি বাঁধা আছে। ডিঙির মাথা থেকে একটা দড়ি ঝুলছে নদীর পানির উপর। দড়ি আর নদীর পানির মধ্যে ফারাক আছে ৩ হাত। সন্ধ্যাবেলার জোয়ারে নদীর পানি বাড়তে শুরু করল। প্রতি ঘন্টায় ১ হাত করে পানি বাড়তে থাকল। কত ঘন্টা পর দড়িটা পানিতে ভিজবে?