Course Content
গনিত অলিম্পিয়াড – ইউটিউব ভিডিও কোর্স

ভুতুমিয়া তার বাড়ির পাশের বাগানে কলাগাছ লাগাতে চায়। বাগানটা আয়তাকার, যার দৌর্ঘ্য ১৬ মিটার, প্রস্থ ৮ মিটার। এবং এর চারপাশে উঁচু একটা প্রাচীর আছে। ভুতু মিয়া কলাওয়ালার কাছে গিয়ে জানতে পারল, কলার বাম্পার ফলন পেতে হলে প্রতিটি কলাগাছের চারপাশে ১ মিটার করে জায়গা ফাঁকা রাখতে হবে। তাহলে ভুতুমিয়া তার বাগানে কতগুলো কলাগাছ লাগাতে পারবে?