About Lesson
তোমার ক্লাসের স্টুডেন্টদের সবাইকে একটা করে স্টিকার দেয়া হল। প্রথমজনকে দেয়া হল “১” লেখা স্টিকার। পরের দুইজনকে দেয়া হল “২” লেখা স্টিকার। পরের তিনজনকে দেয়া হল “৩” লেখা স্টিকার। এভাবে সবাইকে স্টিকার দেয়া হল। শেষ যে স্টুডেন্টটা “৯” লেখা স্টিকার পেয়েছে, তার রোল কত?