
গল্পের শুরু
২০১০ সালে “সাইকাস ম্যাথ সার্কেল” নামের একটি ম্যাথ ক্লাবের মাধ্যমে জন্ম আমাদের। খোলা আকাশের নিচে একটি ঘাস জড়ানো মাঠ ছিলো আমাদের প্রথম ক্লাসরুম। এরপর গনিত থেকে প্রোগ্রামিং, আইসিটি সহ নানান কিছু থেকে শেষ ২০২২ সালে জন্ম হয় সাইকাস একাডেমির।
আমাদের লক্ষ্য
সাইকাস একাডেমিকে আমরা কখনো কোচিং ডাকি না। সাইকাস একটি প্রতিষ্ঠান যা তার স্টুডেন্টদের শুধু স্কুলের রেজাল্টের জন্য তৈরি করেনা। বরং তার ব্যক্তিত্ব, তার চিন্তাধারা, তার জীবনধারা সবকিছুতেই রেখে যায় প্রভাব; একজন ছাত্রকে গড়ে তোলে জীবনের জন্য।