সাইকাসের ২৫ সালের একাডেমিক ভর্তি শুরু

২০২৫ সালে সাইকাসের একাডেমিক কোর্সগুলোতে ভর্তি শুরু হয়েছে। ব্যচের সময় চয়েস করতে এবং ভর্তি নিশ্চিত করতে ডিসেম্বরের মধ্যেই ভর্তি হয়ে যাওয়া উচিত।

ক্লাস থ্রি থেকে ক্লাস টেন পর্যন্ত প্রতিটি ক্লাসে ভর্তি নেয়া হচ্ছে। প্রতিটি ক্লাসে ২০ জন শিক্ষার্থীর জায়গা আছে।

সকালের ব্যাচ ও বিকেলের ব্যাচে আলাদাভাবে ভর্তি হওয়া যাবে। ভর্তি নিশ্চিত করতে চলে আসুন সাইকাস একাডেমি, আস্তান মোল্লা কলেজের পিছনে, কেডির মোড়, নওগাঁ।