২০২৫ সালের গনিত অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশন চলবে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

রেজিস্ট্রেশনের জন্য বাংলাদেশ গণিত অলিম্পিয়াড | BdMO Online এই লিংকে প্রবেশ করে নাম, ইমেইল, মোবাইল নম্বর ও অন্যান্য তথ্য দিতে হবে। পাসওয়ার্ড দিতে হবে সহজ কিছু, যেন মনে রাখা যায় সহজেই।
খেয়াল রাখতে হবে, ঠিকানা হিসেবে দিতে হবে স্কুলের ঠিকানা, বাড়ির ঠিকানা নয়।
আশা করা যায় অনলাইন বাছাই পর্ব ও আঞ্চলিক অলিম্পিয়াড ২৫ সালের জানুয়ারির মধ্যেই শেষ হয়ে যাবে।
অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য আমাদের কোর্সগুলো আছে এখানে – https://cycasacademy.com/courses-list/